বিএনপি নেতা মিলন কারাগারে


প্রকাশিত: ১০:০৫ এএম, ২৬ জুলাই ২০১৫

নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুইটি মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মিজানুর রহমান তা নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আদালতের আদেশের পর বিকেল সাড়ে ৩টার দিকে মিলনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারির পর নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে তিনি চার সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন নেন তিনি।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।