রংপুরে শুরু হচ্ছে অারএফএল ডেকোরেটর চেয়ার নিবেদিত অানন্দমেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৭ মার্চ ২০১৮

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে বুধবার থেকে রংপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আনন্দমেলা।

আগামীকাল বুধবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। আরএফএল-এর ডেকোরেটর চেয়ার নিবেদিত এই মেলার কো-স্পন্সর ভিগো। পাওয়ার্ড বাই ব্রাইট অ্যালুমিনিয়াম।

কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। তিন দিনব্যাপী এবারের মেলায় থাকছে বানর নাচ, বায়োস্কোপ, আগুন নাচ, সাংস্কৃতিক সন্ধ্যা, নাগরদোলা, শিশু প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল চেকআপ।

এছাড়া প্রখ্যাত লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী এবং এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির পরিবেশনায় মনোমুগ্ধকর গান ও মিরাক্কেলখ্যাত জামিল হোসেনের কৌতুকাভিনয় নিয়ে মেলার শেষ দিন শুক্রবার অনুষ্ঠিত হবে মেগা কনসার্ট।

জিতু কবীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।