বৈরী আবহাওয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌ-চলাচল বন্ধ
বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে রোববার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রচণ্ড বাতাস ও মূল পদ্মায় প্রবল সোতের কারণে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ১৩ টি ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রয়েছে।
কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, আবার লৌহজং চ্যানেলে নব্যতা সংকটের কারণে সকাল ১০টার দিকে রো-রো ফেরি বীরশ্রেষ্ট্র মো. রুহুল আমীন ডুবো চরে আটকা পড়ে। উদ্ধারকারী জাহাজ দিয়ে ওই ফেরিটিকে টেনে নামানোর চেষ্টা চলছে। তবে এরপরও মাঝে মধ্যে দু একটি ফেরি চলাচল করছে। এ সকল ফেরিতে যাত্রীদের চাপে যানবাহনের পরিবর্তে যাত্রী পারাপর করা হচ্ছে।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন পরীক্ষামূলকভাবে একটি যাত্রী শুন্য লঞ্চ পদ্মাপাড়ের জন্য পাঠায়। কিন্ত মূল পদ্মায় গিয়ে লঞ্চটি উত্তাল ঢেউয়ের প্রবল স্রোতের কারণে ফিরে আসতে বাধ্য হয়। পরে বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লঞ্চ ও স্পিডবোট চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেয়। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরেুটে নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সরেজমিনে কাওড়াকান্দি গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের ঈদ ফেরত যাত্রীদের উপচে পড়া ভীড়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ৩ টা) নৌযান চলচল শুরু হয়নি। তবে মাত্র ৩ টি রো রো ফেরি শুধুমাত্র যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. সাদেকুর রহমান জানান, দক্ষিণাঞ্চলে ঢাকামুখী হাজার হাজার যাত্রী কাওড়াকান্দি ঘাটে পদ্মা পার হওয়ার জন্য এসেছেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পদ্মায় নৌযান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সময়মত পার হতে পারছেন না। তবে আবহওয়া অনুকূলে আসলে আবার নৌযান চলাচল স্বাভাবিক হবে।
একেএম নাসিরুল হক/এমজেড/এসএস/পিআর