প্রেম করে বিয়ে, ৩ বছর পর স্ত্রী হত্যার রহস্য জানালো স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৫ মার্চ ২০১৮

স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার তিন বছর পর ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন (২৮) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালাকন্ত এলাকার মস্তর হোসেনের ছেলে। নিহত শাহিনুর আক্তার শারমিন (১৮) কুড়িগ্রাম জেলার রৌমারি থানার ডাংগুয়াপাড়া গ্রামের আবু বকর ছিদ্দিকের মেয়ে।

জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, ইসমাইল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় মণ্ডল গ্রুপের আয়রনম্যান হিসেবে চাকরি করতো। একই কারখানায় হেলপার হিসেবে চাকরি করতো শাহিনুর আক্তার শারমিন।

একই কারখানায় চাকরির সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় স্থানীয় একটি কাজী অফিসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে তারা বেশ কিছু দিন আলাদা থাকতো। একপর্যায়ে শারমিন বিয়ের বিষয়টি পারিবারিকভাবে জানানোর জন্য ইসমাইলকে চাপ দেয়।

এদিকে ইসমাইল পারিবারিক কারণে বিয়ের বিষয়টি তার পরিবারে জানাচ্ছিল না। পরে ২০১৫ সালের ১৬ মার্চ তারা গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার শিরিরচালা আজমত আলীর বাড়িতে বাসা ভাড়া নেয়। ১৬ মার্চ দিবাগত রাতে স্ত্রী শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী।

খবর পেয়ে স্থানীয় হোতাপাড়া পুলিশ অজ্ঞাত পরিচয়ের নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে ১৮ মার্চ খবর পেয়ে শারমিনের স্বজনরা হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় ১৯ মার্চ নিহতের চাচাতো ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের পর ইসমাইল টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙা এলাকায় পালিয়ে গিয়ে সেখানে সাউথ টেক্সটাইল মিলে আয়রনম্যান হিসেবে চাকরি নেয় এবং দুই বছর আগে বিয়ে করে।

ওসি আরও জানান, ২০১৫ সালের ১৫ এপ্রিল এ মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে মনিটরিং সেলে স্থানান্তরিত হয়। চারজন তদন্তকারী কর্মকর্তা এ মামলার তদন্ত করেন।

সর্বশেষ জয়দেবপুর থানার সাবইন্সপেক্টর মো. শওকত আলী মামলার তদন্তকালে প্রযুক্তি ব্যবহার করে আসামি ইসমাইল হোসেনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছে ইসমাইল।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।