কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বসতভিটা থেকে পানি নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসিরা।

তবে রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

জেলায় ১৫ হাজার হেক্টর জমির আমন ক্ষেত এক সপ্তাহ ধরে তলিয়ে থাকায় পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, বানভাসিদের জন্য ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী সবিবুর রহমান জানান, ধরলা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি কমছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।