রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারীসহ আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৪ মার্চ ২০১৮

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মার্চ) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবিহা আক্তার (৩০), জান্নাতুল ফেরদৌস (১৩), শীলা আক্তার (২২), রেহনুমা তাসনিম তানহা (১৬), রেদওয়ান হোসেন রাফি (১৬)।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি রনজিত বড়ুয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়িটি প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে গেছে। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে সাবিহার অবস্থা গুরুতর।

আহত রাফি বলেন, চালকের গাফেলতিতে এ দুুর্ঘটনা ঘটেছে। তিনি (চালক) গাড়িটি অধিক গতিতে চালাচ্ছিলেন। দুর্ঘটনা সম্ভাবনা দেখেই চালক গাড়ি থেকে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ঘটনার পর থেকে চালক গফুর পলাতক রয়েছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।