তরকারিতে ঝোল কম হওয়ায় বউয়ের কান কাটলো স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২২ মার্চ ২০১৮

নওগাঁর রাণীনগর উপজেলায় তরকারিতে ঝোল কম হওয়ায় শাম্মী আক্তার (১৮) নামে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন করেছেন তার স্বামী মিলন সরদার। বুধবার রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেছেন।

নির্যাতনের স্বীকার গৃহবধূ শাম্মী আক্তার জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রেম করে বিয়ে করেন উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামের ইলিয়াস সরদারের ছেলে মিলন সরদারকে। বিয়ের পর থেকেই স্বামী কারণে-অকারণে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গতকাল রাতে তরকারিতে ঝোল কম হওয়ার কারণে স্বামী তাকে বর্বর নির্যাতন করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

এ ব্যাপারে স্বামী মিলন সরদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দোষ করেছে তাই মেরেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, নির্যাতন করার ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএআর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।