এক হৃৎপিণ্ডের দুই বোনকে বাঁচানো গেল না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৯ মার্চ ২০১৮

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল জোড়া লাগানো দুই বোন ইতি ও সিথী। সোমবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ ডিসেম্বর উপজেলার দোগাছি গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদ দ্বীন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই মেয়ে ইতি ও সিথীর জন্ম দেন। পরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানার সার্বিক সহযোগিতায় গত বছরের ১৭ ডিসেম্বর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। সেখানে সাতদিন চিকিৎসার পর তাদের ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আসে তাদের পরিবার।

চিকিৎসকদের বরাত দিয়ে বাবা আবুল কালাম জানান, পেটের অংশে জোড়া লাগানো ইতি ও সিথীর মাথা, হাত-পা আলাদা হলেও চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের যকৃত ও হৃৎপিণ্ড একটি। বয়স বাড়ার পর তাদের সার্জারির মাধ্যমে আলাদা করা হবে। এরপর তাদের বাড়িতে আনা হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতে চিকিৎসা চলছিল। সোমবার সকালে হঠাৎ শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার আগেই বাড়িতেই তাদের মৃত্যু হয়।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।