বিনা টাকায় পুলিশে চাকরি পেল কাবাডি খেলোয়াড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৯ মার্চ ২০১৮

সিরাজগঞ্জে বিনা টাকায় কাবাডি দলের খেলোয়াড় মো. নাসির হোসেন পুলিশে চাকরি পেয়েছে। এ নিয়ে পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদকে জেলা কাবাডি দল ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা কাবাডি দল ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপারকে সংবর্ধনা দেয়া হয়।

পুলিশের চাকরি পাওয়া মো. নাসির সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের সলিসবলা গ্রামের আনিসুর রহমানের ছেলে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এমদাদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু দাউদ, মুক্তিযুদ্ধ সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার গাজী মো. শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি হীরক গুন ও নাসিরের বাবা আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সম্পাদক ও সিরাজগঞ্জ জেলার কাবাডি কোচ হাফিজুর রহমান হাফিজ।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।