মেলার নামে অশ্লীল নাচ, মঞ্চ ভেঙে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৯ মার্চ ২০১৮

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে কবি সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ৯ মার্চ সরকারিভাবে কবি সিকান্দার আবু জাফর মেলার উদ্বোধন করা হয়।

মেলাতে বিগত বছরগুলোতে লটারি কুপন নামক জুয়া থাকলেও এবার লটারি নেই। তবে প্রতি রাতেই বিভিন্ন সার্কাস, যাত্রা ও পুতুল নাচের নামে প্রদর্শন করা হচ্ছিল অশ্লীল নাচ। খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মঞ্চ ভেঙে দেয় পুলিশ।

jagonews24

এ বিষয়ে তালা থানা পুলিশের ওসি হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, কবি সিকান্দার মেলার শর্ত ভঙ্গ করে অশ্লীল নৃত্য প্রদর্শন করায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশে সোমবার দুপুর ১২টার দিকে পুতুল নাচের চিত্র তারকা মেলার বিভিন্ন পাশের টিনের দেয়াল ও মঞ্চ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া যাত্রা ও নৃত্য প্রদর্শনের প্যান্ডেলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।