সড়ক সংস্কারের দাবিতে যান চলাচল বন্ধ করে দিল ওরা


প্রকাশিত: ১২:০২ পিএম, ২৫ জুলাই ২০১৫

রংপুর নগরীর ২৯ নং ওয়ার্ডের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওপর খানাখন্দ সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে ওই ওয়ার্ডের সিটি কাউন্সিলর মোক্তার হোসেনের নেতৃত্বে প্রায় এক হাজার নারী-পুরুষ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।  বেলা সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচিতে রংপুর-কুড়িগ্রাম সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে।  পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাউন্সিলর মোক্তার হোসেন জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে প্রায় ১০০ মিটার ব্যাপী গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে।  সব ধরনের  যানবাহনসহ মানুষজন ওই পথ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।  বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেননি।  ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে খানাখন্দ সংস্কারের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আবদুল্লাহ আল মামুন মোবাইল ফোনে আন্দোলনকারীদের দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ পিপিএম জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক বিভাগ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


জিতু কবীর/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।