নারী ইউপি সদস্যের মাথায় পিস্তল ধরলেন চেয়ারম্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৭ মার্চ ২০১৮

পাবনার ঈশ্বরদীতে এক নারী ইউপি সদস্যের মাথায় পিস্তল ধরলেন একই ইউনিয়নের চেয়ারম্যান। সেইসঙ্গে তার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাহাপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নারী ইউপি সদস্য মেরিনা খাতুন ঈশ্বরদী থানায় অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণে তিনি বলেন, সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের একটি রাস্তা সংস্কারের কাজের বিপরীতে কাবিখা প্রকল্পের অনুকূলে সরকার ২ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়।

আমি এই প্রকল্পের পিআইসি হিসেবে বরাদ্দকৃত টাকার একটি অংশের বৈধ কাগজপত্রের ভিত্তিতে সোনালী ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে রাখি।

বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ একজনকে পাঠান ওই টাকা দেয়ার জন্য। কিন্তু এই টাকা না দিলে গভীর রাতে চেয়ারম্যান তার চাচাতো ভাই খায়রুল ফকিরকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে ডাকাডাকি শুরু করেন।

ওই সময় আমি ঘুমিয়ে ছিলাম। পরে দরজা খুলে দিলে আমার কপালে পিস্তল ঠেকিয়ে ওই টাকা দাবি করেন চেয়ারম্যান। আমি জীবনের ভয়ে ওই টাকা তাকে দিয়ে দিই।

বিষয়টি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজের কাছে জানতে চাইলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করলেও নারী ইউপি সদস্যের মাথায় পিস্তল ঠেকানোর বিয়ষটি অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে শনিবার বিকেলে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ওই নারী সদস্যের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছি আমরা।

আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।