কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ জনের ভাগ্য বদল


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৫ জুলাই ২০১৫

কুড়িগ্রামে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন হতদরিদ্রকে সুযোগ করে দিয়েছে ভাগ্য বদলের। প্রতিদিন কাজ ও অর্থ আয়ের ফলে পরিবারের শিশুরাও যেতে পারছে স্কুলে। অভাবের সংসারে দেখা দিয়েছে আশার আলো। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের মাধ্যমে কাজের বিনিময়ে কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা এবং উলিপুরের থেথরাই ইউনিয়নের ১৩টি ওয়ার্ডে ছয় মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে কাজের বিনিময়ে প্রতিজনকে ৬ হাজার টাকা এবং জীবিকা উন্নয়নের জন্য ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ওইসব এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ৮৫ জনকে বিনাশর্তে ৯ হাজার টাকা করে বিতরণ করা হয়।

শনিবার ভোগডাঙ্গা ইউনিয়নের কুমরপুর এলাকায় সরজমিনে দেখা যায়,নারীদের কর্মযজ্ঞ। সেখানে কাজ তদারকির সময় ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জাগো নিউজকে জানান, এ প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছয় মাসব্যাপী কাজের আওতায় থাকায় তারা নিজেদের ভাগ্য বদলাতে পেরেছেন। প্রতিদিন কাজের জন্য তারা ২শ টাকা করে পাচ্ছেন। এছাড়াও এ প্রকল্পের মাধ্যমে গ্রামের রাস্তাগুলো মেরামত করা সম্ভব হচ্ছে।

তবে অল্প সংখ্যক লোক এই কার্যক্রমে সুযোগ পেলেও আরো অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এই প্রকল্পে আসার সুযোগ পাননি। ফলে পরবর্তীতে তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হলে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও বন্যার প্রভাবজনিত সমস্যা থেকে তারা রেহাই পাবেন।

ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চরের উপকারভোগী আছিয়া বেগম জাগো নিউজকে জানান, বাহে কাম না থাকায় বাড়িত বসি আছলং। ছওয়ারা খাবার না পায়া স্কুলোত যাওয়া বন্ধ করি দিছে। এ্যালা কাম পায়া হামরা খুব খুশি। ছওয়াটাও স্কুলোত যাবার নাগছে। হামারগুলার অভাব দূর হয়া গেইছে। এই কাম আরো বেশিদিন ধরি থাকলে হামার কোনো অভাব থাকপ্যার নয়।

আরডিআরএস এর প্রকল্প সমন্বয়কারী আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, কুড়িগ্রাম সদরে ভোগডাঙ্গা ইউনিয়নে ৬টি ওয়ার্ডে ৩৪৮ জন ও উলিপুর উপজেলার থেথরাই ইউনিয়নে ৭টি ওয়ার্ডে ৩৪৭ জনকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৩শ জন ও বাহাদুরাবাদ ইউনিয়নে ৩টি ওয়ার্ডে ২৯৯ জনকে সহায়তা দেয়া হচ্ছে। এতে মোট ১২৯৪ জন এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।

নাজমুল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।