শাহ আমানতের টয়লেটে ৫০ স্বর্ণবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৭ মার্চ ২০১৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।

শনিবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে আর্ন্তজাাতিক রুটের যাত্রীদের জন্য বিমানবন্দরের নির্ধারিত টয়লেটে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের চট্টগ্রামের উপ-পরিচালক আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য যে টয়লেট আছে সেখানে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি; এটি নিয়মিত অভিযান ছিলো।

তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম হিসেবে জব্দ করা ৫০টি স্বর্ণের বারের মোট ওজন ৫ কেজি; দাম প্রায় আড়াই কোটি টাকা।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।