হাঁটু পরিমাণ কাদাতে নেমে মাছ ধরলেন চাঁদপুরের এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৬ মার্চ ২০১৮

পুকুরে হাঁটু পরিমাণ কাদা-পানিতে নেমে মাছ ধরলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ের সামনের পুকুরে সহকর্মীদের সঙ্গে মাছ ধরতে নেমে পড়েন তিনি।

এসময় তিনি পুকুরের মাঝখানে দাঁড়িয়ে সহকর্মীদের মাছগুলো ড্রামে ভরেন এবং নিজেও মাছ ধরেন। পরে সেই মাছগুলো সহকর্মীদের মাঝে বিতরণ করে দেন।

SP-Chadpur-2

মাছ ধরার এসব ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘একজন মানবিক পুলিশ কর্মকর্তা। তাইতো নিজ কার্যালয়ের সামনের পুকুরে কাঁদা মাটি-পানিতে নেমেছেন মাছ ধরতে। মাটির মানুষ তিনি। পুকুরে পাওয়া সব মাছই দিয়েছে অধীনস্থদের। ওনার মধ্যে অহংকার, উগ্রতা, হিংস্রতা, কিংবা রাগ দেখিনি কোন দিন। সততার সাথে দায়িত্ব পালন করে যিনি জেলাবাসীর অন্তরে স্থান করে নিয়েছেন। মানবিক এই পুলিশ অফিসারের জন্য শুভ কামনা।’

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।