বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৬ মার্চ ২০১৮

বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বর্ণের বারগুলো পুটখালি গরুর খাটাল এলাকা থেকে জব্দ করা হয়। তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, পুটখালি সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচারকালে বিজিবির একটি টহলদল পুটখালি আম বাগানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী তার পরিহিত লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পুটখালি পশু খাটালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৭০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪৯ লাখ ১৪ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।