টেকনাফে ৫৪ কোটি টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে প্রায় ৫৪ কোটি ৯ লাখ টাকা মূল্যের ১৮ লাখ ২ হাজার ৯৯৬ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া এলাকা ও দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে ৩টার মধ্যে দু'এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। বিজিবি এ পর্যন্ত ইয়াবার যত চালান জব্দ করেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড় চালান। যার বাজার মূল্য প্রায় ৫৪ কোটি ৯ লাখ টাকা।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।