রাজশাহীতে রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড বরখাস্ত
রাজশাহীতে টিকিট বাণিজ্যসহ নানা অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয় থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয়ে এক জরুরী ফ্যাক্স বার্তার মাধ্যমে তাকে সায়মিক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, তিনি বর্তমানে সিরাজগঞ্জে আছেন। রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিমের বিরুদ্ধে টিকিট বাণিজ্য, সময় মতো অফিসে না আসাসহ নানা অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি রাজশাহীতে ফিরে এসে এ বিষয়ে পদক্ষেপ নিবেন বলেও জানান ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারেন্টেন্ড আবদুল করিম দীর্ঘদিন ধরে টিকিট বাণিজ্য, সময় মতো অফিসে না আসা, স্টেশন স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করাসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বিষয়গুলো বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
শাহরিয়ার অনতু/ এমএএস/পিআর