আশুলিয়ায় প্যাকেজিং কারখানার গুদামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ এএম, ১২ মার্চ ২০১৮

আশুলিয়ায় দুটি বাসাবাড়ি ও টোকিও প্যাকেজিং নামে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড (ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রোববার রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে কাঠগড়া বাজারের পাশে টোকিও প্যাকেজিং কারখানার গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। গোদামটিতে টুকরো কাগজ ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল থাকায় আগুন দ্রুত পাশের নাজিম উদ্দিন ও জহিরের বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের তিব্রতা বাড়তে থাকায় পরে বিষয়টি ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নাজিম উদ্দিনের বাড়ির প্রায় ১২টি এবং জহিরের বাড়ির ৬টি কক্ষ ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

পুড়ে যাওয়া বাড়ির ভাড়াটিয়া জমির হোসেন জানান, টোকিও প্যাকেজিং কারখানা ও নাজিম উদ্দিনের বাড়ির মাঝখানে একটি বিদ্যুৎতের খুঁটি রয়েছে। রাতে সেখানে থাকা একটি ট্রান্সফর্মার থেকে আগুনের ফুলকি ছিটকে কারখানার গুদামে পড়ে। সেখান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন এটি তদন্ত সাপেক্ষ।

জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।