বাগেরহাটে টর্নেডোর আঘাতে ১২টি বসতঘর ক্ষতিগ্রস্থ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৪ জুলাই ২০১৫

বাগেরহাটের শরণখোলায় শুক্রবার দুপুরে টর্নেডোর আঘাতে দু’টি বসতঘর বিধ্বস্তসহ ১২টি ঘল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও উপড়ে পড়েছে ওই এলাকার বেশ কিছু গাছপালা।  টর্নেডোর সময় ঘর চাঁপা পড়ে আহত হয়েছে নাজমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ।
 
এলাকাবাসী জানায়, কোনো কিছু বুঝে উঠার আগে হঠাৎ টর্নেডো আঘাত হানে।  এতে উপজেলার মঠেরপাড় গ্রামের মনির হাওলাদার ও সহিদুল গাজীর বসতঘর বিধ্বস্ত হয়।  এসময় মনির হাওলাদারের স্ত্রী নাজমা আক্তার ঘর চাঁপা পড়ে আহত হয়েছেন।  ঘটনার পর পরই তাকে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খাঁন মতিয়ার রহমান ও ইউপি সদস্য সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অল্প এলাকার মধ্যে এ টর্নেডো আঘাত করে।  যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি বেশী হয়নি।  এছাড়াও ওই এলাকার আরো কমপক্ষে ১০/১২টি বসতঘর, গোয়লঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।

শওকত বাবু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।