পরিবারের কাছে যেতে চায় রোকসানা!


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৪ জুলাই ২০১৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় রোকসানা নামে এক কিশোরীকে পাওয়া গেছে। তার আনুমানিক বয়স ১৪ থেকে ১৫। ঈদের পর দিন রোববার (১৯ জুলাই) ভোরে ওই এলাকায় মেয়েটি অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল।

পরে স্থানীয় এক পরিবার তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর মেয়েটির চেতনা ফেরে। তবে শুক্রবার (২৪ জুলাই) বিকেল পর্যন্ত তার পুরোপুরি স্মরণশক্তি ফেরেনি।

মেয়েটির বাবার নাম আবদুস সোবহান, মা নুর জাহান ও ভাই ইব্রাহীম। এসব বলতে পারলেও বাড়ির ঠিকানা ও অতীত স্মৃতি মনে করতে পারছে না। সে পরিবারের কাছে যেতে শুধুই কাঁদছে।

স্থানীয়রা জানায়, কমলনগরের সীমান্তবর্তী এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিল মেয়েটি। স্থানীয় আলী আহাম্মদ ও ছায়েরা দম্পত্তি ওই কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসায় তার চেতনা ফেরলেও স্মরণশক্তি ফেরেনি। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট। উদ্ধার হওয়ার সময় পরনে ছিলো সেলোয়ার-কামিজ। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরীর অভিভাবকদের থানায় যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে। সে আলী আহাম্মদের পরিবারের জিম্মায় রয়েছে।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।