আবারো লাইনচ্যুত সিরাজগঞ্জ এক্সপ্রেস


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৪ জুলাই ২০১৫
ফাইল ছবি

উদ্ধার হবার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই আবারো সিরাজগঞ্জ এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশনের কাছে মাহমুদপুরে ট্রেনটির ২টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী ও ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জাগো নিউজকে জানান, সকালে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌঁছে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করার কিছুক্ষণ পর মাহমুদপুরে ২টি বগি লাইনচ্যুত হয়। বৃষ্টিতে স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুব শীঘ্র লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে এই রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার একই স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেসের পেছনের বগি লাইনচ্যুত হলে সেই বগিটি বাদ রেখে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। সেদিন রাতের মধ্যেই বগিটি উদ্ধার করা হয়। এরপরের দিন বুধবার রাত ১০টার দিকে রায়পুরে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করতে সক্ষম হয়।

বার বার ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক যাত্রী অভিযোগ করে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার কারণে নিরাপদ যাত্রা হিসেবে ট্রেনকে বেছে নেন সিরাজগঞ্জবাসী। কিন্তু মাত্র ৪ দিনের ব্যবধানে ৩ বার ট্রেন লাইনচ্যুত হবার ঘটনা ঘটায় তারা আতঙ্কিত।

এ ব্যাপরে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা জাগো নিউজকে জানান, এ রেলপথটি দীর্ঘদিন মেরামত করা হয়নি। কর্তৃপক্ষকে তাগিদ দিলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিরাপদ রেলের দাবিতে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বাদল ভৌমিক/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।