স্বামীর দেয়া আগুনে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৭ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

সিরাজগঞ্জের এনায়েতপুরে পাষণ্ড স্বামীর দেয়া আগুনে দগ্ধ তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া খাতুন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

বুধবার ভোরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনিয়া এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং একই থানার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

এর আগে মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় স্বামী জাহাঙ্গীর হোসেন। পরে সে পালিয়ে যায়। সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, মঙ্গলবার রাতে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে দরিদ্র পরিবারটির হাসপাতালে নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্যও ছিল না। পরে আমরা অ্যাম্বুলেন্স এনে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর মা নুরুন্নাহার খাতুন বাদী হয়ে জামাই জাহাঙ্গীর হোসেনকে একমাত্র আসামি করে মামলা করেছেন। আসামি জাহাঙ্গীরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।