লিবিয়ায় নিহত আরিফুলের বাড়িতে চলছে শোকের মাতম
লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের গুলিতে নিহত বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের আরিফুল করিম সিদ্দিকের (৩২) পরিবারে চলছে শোকের মাতম। তিনি ওই গ্রামের মাস্টার আবুল কালাম ও রাবেয়া বেগমের ছেলে। নিহত আরিফুল করিম সিদ্দিক দুই ভাই ও তিন বোনের মধ্যে মেজ।
মঙ্গলবার দুপুরে লিবিয়ার নিয়ার আজদাবিয়া শহরে আইএস জঙ্গিদের গুলিতে তিনি নিহত হন।
নিহত সিদ্দিকের ভাই আনিসুর রহমান জানান, দুই ভাই তিন বোনের মধ্যে সিদ্দিক দ্বিতীয়। পাঁচ বছর আগে সিদ্দিক হাসপাতালের কাজ নিয়ে লিবিয়াতে যায়। সর্বশেষ সোমবার সকালে মোবাইলে ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তার।
বুধবার দুপুরে জামালপুরের লিবিয়া প্রবাসী বেল্লালের মাধ্যমে তারা ভাইয়ের মৃত্যু সংবাদ জানতে পারেন তিনি। এ খবর পাওয়ার পর তাদের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে মৃত্যুর খবরে তাদের বৃদ্ধ পিতা-মাতা বার বার মূর্ছা যাচ্ছে।
আনিসুর রহমান জানান, মরদেহ দেশে আনতে তার ভাইয়ের সহকর্মী ও বন্ধুদের সাহায্য চেয়েছেন । তারাও সাধ্যমত চেষ্টা করছেন। সরকারও যেন এ ব্যাপারে যচেষ্ট হয় সে অনুরোধ করেন আনিসুর রহমান।
বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, থানায় লিবিয়ায় নিহত হওয়া কোন ব্যক্তির খবর তার জানা নেয়। বিষয়টি খোঁজ নিয়ে জানবেন।
# আইএস জঙ্গিদের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সাইফ আমীন/এআরএ/এমআরআই