জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় মিলেছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় পাওয়া গেছে।
তার নাম ফয়জুর রহমান ফজলু। সে একটি মাদ্রাসায় পড়ালেখা করেছে। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদলের কালিয়ার কাপন গ্রামে। তার পিতা হাফিজ আতিকুর রহমান সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক দিরাই উপজেলার কালিয়ার কাপন গ্রামের এক ব্যাক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা বর্তমানে সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায়, পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে এই যুবক।
জাফর ইকবালের মাথায় ২৬টি, হাতে ও পিঠে ৬টি করে সেলাই লেগেছে। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। পরে তাকে আটকে রেখে গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।
রাত ৯টায় র্যাব ও পুলিশ ফজলুকে উদ্ধার করে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কড়া পাহারায় হামলাকারীকে ঢাকায় নিয়ে যাচ্ছে।
এমবিআর