সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৩ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বাড়ি থেকে চাঁদা না পেয়ে সিরাজ পাঠান (৫১) নামে এক কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর চাঁদাবাজরা তাদের বাড়িতে তালা ঝুলিয়ে স্বপরিবারে পালিয়ে যান।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

নিহত সিরাজ পাঠান চাঁদপুর জেলার মতলব থানার বাটপাড়া এলাকায় বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাবির্ক) সরাফত উল্লাহ জাগো নিউজকে জানান, বাড়ির মালিক জাকির হোসেন সৌদী প্রবাসী হওয়ায় তার ভায়রা সিরাজ পাঠানকে বাড়ি নির্মাণের (কেয়ারটেকার হিসেবে) দেখাশোনার দায়িত্ব দেন। বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় চাঁদাবাজ পাপ্পু ও তার ভাই শুক্কুর আলী গত কয়েকদিন যাবৎ সিরাজের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সিরাজ পাঠান ঈদের আগে ৩ হাজার টাকা পাপ্পুকে চাঁদা দেন। ঈদের পর বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বাড়ি নির্মাণ কাজ শুরু করলে পাপ্পু ও শুক্কুর আলী নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্মাণ শ্রমিকদের হুমকি দেন। এসময় নির্মাণ শ্রমিকরা কাজ বন্ধ না করায় ক্ষিপ্ত হয়ে ওই চাঁদাবাজরা শ্রমিকদের মারধর শুরু করেন।

ঘটনার সংবাদ পেয়ে বাড়ির কেয়ারটেকার সিরাজ পাঠান ঘটনাস্থলে আসলে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন চাঁদাবাজরা। পরে নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরো জানান, ঘটনার পর আসামিরা বাড়িতে তালা ঝুলিয়ে স্বপরিবারে পালিয়েছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মো:শাহাদাৎ হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।