নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
নরসিংদীর রায়পুরায় গ্রামবাসীর গণপিটুনীতে কুখ্যাত ডাকাত কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪০) নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাটে এই ঘটনা ঘটে।
নিহত পিচ্চি কামাল উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের বালুকান্দি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আগানগর গ্রামে ডাকাতি প্রতিরোধে রাত জেগে নিয়মিত পাহাড়া দেয় গ্রামবাসী। ভোরে একদল ডাকাত গ্রামে প্রবেশের সময় আগানগর খেয়াঘাটে তাদেরকে ধাওয়া করে গ্রামবাসী। ওই সময় পিচ্চি কামালকে ধরে গণপিটুনি দেয় তারা। এ সময় গ্রামবাসীর ধারালো অস্ত্র, টেঁটা ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে নিহতের ছোট ভাই হানিফ মিয়ার দাবি, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে পিচ্চি কামালকে হত্যা করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নিহত পিচ্চি কামালের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজছিল। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সঞ্জিত সাহা/এফএ/এমএস