৪৪ বছর পর বেনাপোলে ৮১টি পরিবারে বিদ্যুতের আলো


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৩ জুলাই ২০১৫

স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৪ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো যশোরের বেনাপোল পোর্ট থানার অবহেলিত বাহাদুরপুর ইউনিয়নের শাখারিপোতা গ্রামের ৮১টি পরিবার। ডিজিটাল যুগেও তারা ছিলেন অন্ধকারে। একদিকে ঈদ অন্যদিকে ঘরে নতুন বিদ্যুতের আলো দুটো একসঙ্গে পেয়ে গ্রামবাসী আনন্দে আত্মহারা।

বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু সুইচ টিপে ৮১টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, যশোর পল্লী বিদ্যুত সমিতি-১ শার্শা ডিজিএম  মনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইব্রাহীম খলিল, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু বলেন, বিদ্যুৎ আমাদের সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। বর্তমান সরকার গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তার আলোকেই যশোর-১ এর স্থানীয় সংসদ শেখ আফিল উদ্দিনের প্রচেষ্টায় বিদ্যুৎ পেল শাখারিপোতা গ্রামের আলো বঞ্চিত মানুষেরা। ৮১টি পরিবারে ৮১টি মিটারের মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এক বছরে তার সহযোগিতায় শার্শা উপজেলার পল্লী এলাকাগুলোতে প্রায় ১ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া গৃহবধূ আনোয়ারা বেগম বলেন, বেনাপোলে বসবাস করেও এতদিন তাদের ছেলে-মেয়েদের হারিকেন ও মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করতে হয়েছে। এতে অনেক দুর্ভোগ পোহাতে হতো তাদের। দেরিতে হলেও এখন বিদ্যুৎ সংযোগ পেয়ে তারা খুব খুশি। আজ আমাদের আনন্দের দিন। ডিজিটাল যুগেও আমরা ছিলাম অন্ধকারে। বিদ্যুতের আলোয় লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হবে সন্তানরা এ আশা তাদের।


মো. জামাল হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।