‘জাতিসংঘে বাংলা চাই’ ভোট দেয়া উচিত প্রত্যেক বাঙালির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে নীলফামারীতে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সেইসঙ্গে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে চলছে ভোটগ্রহণ। এ নিয়ে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

Jinaidha

‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ স্লোগান নিয়ে বুধবার দুপুরে নীলফামারীতে শুরু হয় অনলাইন ভোটিং কার্যক্রম। ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জাগো নিউজের জেলা প্রতিনিধি জাহেদুল ইসলামের সভাপতিত্বে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য ইসারাত জাহান পল্লবীর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন- নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ভুবন রায় নিখিল, এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন, ডিবিসি নিউজের রিনি সরকার, ৭১টিভির বিজয় চক্রবর্তী কাজল, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি নুর আলম ও খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশারেফ হোসেন প্রমুখ।

Jinaidha

আলোচনা শেষে নিজের ভোট প্রদানের মধ্য দিয়ে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান। পরে সেখানে উপস্থিত অন্যরাও ভোট দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, জাতিসংঘে বর্তমান চালু থাকা ছয়টি ভাষার পাশাপাশি ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা অন্তর্ভুক্ত করতে হবে। তাই প্রত্যেক বাঙালির উচিত জাগো নিউজের এই কার্যক্রমে অংশ নিয়ে ভোট দেয়া।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।