যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ যুদ্ধ চলবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে ঝিনাইদহে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি এ নিয়ে একটি র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।

বুধবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

jenaidha

সভায় প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি ছিলেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সমকাল পত্রিকার প্রতিনিধি মাহমুদ হাসান টিপু ও জাগো নিউজের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী।

সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিহঙ্গের পরিচালক শাহিনুর আলম লিটন বলেন, একুশ আমাদের চতনার একটি বিরাট অংশ। জাগো নিউজ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। জাতিসংঘে বাংলা প্রতিষ্ঠার বিষয়টি জাগো নিউজের একার দায়িত্ব নয়। এটা বাঙালির প্রাণের দাবি। এই কাজে অংশ নেয়া সবার দায়িত্ব।

jenaidha

বিশেষ অতিথি মাহমুদ হাসান টিপু বলেন, ভাষার জন্য যে জাতি রক্ত দিয়েছে তাদের এই দাবি যৌক্তিক। জাতিসংঘকে অবশ্যই বাংলাকে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।

প্রধান অতিথি ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান বলেন, কেবল ভোট যুদ্ধ শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমাদের যুদ্ধ চলবে।

jenaidha

সভাপতির বক্তব্যে এম সাইফুল মাবুদ বলেন, বাংলা আমাদের দেশ। বাংলা আমাদের ভাষা। ‘জাতিসংঘে বাংলা চাই’ এই কার্যক্রমে সবাইকে অংশ নিতে হবে।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।