দলমত নির্বিশেষে সবাইকে ভোট দেয়ার আহ্বান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভযাত্রা, আলোচনাসভা ও অনলাইন ভোটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

এরই অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইন ভোটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

এর আগে একটি বর্ণাঢ্য শোভযাত্রা প্রেস ক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। ভাষার মাসে জাগো নিউজের ব্যতিক্রমী এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শোভযাত্রা শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- জাগো নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মো. সালাউদ্দীন কাজল। দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মুন্সী মাহবুবুর রহমান বাবুর সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

তিনি বলেন, ভাষার জন্য আন্দোলন করে জীবন দেয়ার ঘটনা পৃথিবীতে একমাত্র নিদর্শন বাংলাদেশেই রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলাতেই ভাষণ দিয়েছিলেন, যা বাঙালি জাতির অহংকার। জাতিসংঘে বাংলা ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা লাভ করবে এটা নায্য দাবি। তাই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে।

chuadanga

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, একমাত্র বাংলা ভাষার জন্যই রক্ত ঝরেছে। ৩০ কোটির বেশি মানুষ যে ভাষায় কথা বলে তা এখনো জাতিসংঘের দাপ্তরিক ভাষা না পাওয়া এক ধরনের অবহেলা। জাগো নিউজ বিষয়টি সামনে এনেছে বলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেইসঙ্গে জেলার সবাইকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বাংলা অত্যন্ত মধুর একটি ভাষা। জাতিসংঘের কাছে আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হোক।

বিশেষ অতিথি জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহা. আলী আখতার বলেন, আমরাই বিশ্বের বুকে একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার যে আন্দোলন-কর্মসূচি শুরু হয়েছে তা অব্যাহত রাখতে হবে। এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন- আমাদের সময়ের জীবননগর প্রতিনিধি আকিমুল ইসলাম, সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম, মিথুন মাহমুদ ও জহুরুল হক ঝন্টু প্রমুখ।

সালাউদ্দীন কাজল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।