ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৫:৪২ এএম, ২৩ জুলাই ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ইসলামাবাদ নামক স্থানে এইদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইনজামামুল হক (৩০) এবং দরবেশ আলী (৩৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সরাইল উপজেলার ইসলামবাদ নামক স্থানে পৌঁছালে মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী অপর একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।