যশোরে বৃদ্ধা শাশুড়ির শরীরে আগুন দিল পুত্রবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

যশোরে বৃদ্ধা শাশুড়ি শিবু রানী নন্দিকে (৮৫) আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করেছেন তার পুত্রবধূ। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে অভিযুক্ত পুত্রবধূ ক্ষমা রানী নন্দিকে পুলিশ আটক করেছে। তিনি মানিকদিহি গ্রামের গৌতম কুমার নন্দির স্ত্রী।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিবু রানী নন্দি বলেন, আমার ছেলে গৌতম কুমার নন্দি স্ত্রীর কারণে বাড়ি ছাড়া। আমি (শিবু রানী নন্দি) একই বাড়িতে আলাদা রান্না ঘরে থাকি। পুত্রবধূ ক্ষমা রানী নন্দি জমি নিজের নামে লিখিয়ে নেয়ার জন্য প্রায় সময় তাকে নির্যাতন করে আসছিল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাজার নিয়ে বাড়িতে ফিরে দরজা খোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষমা রানী নন্দি আমাকে কিল-ঘুষি মারে। ঘরের মধ্যে আটকে রাখে। শুক্রবার ভোরের দিকে আমার থাকার স্থানে আগুন ধরিয়ে দেয়। আমার চিৎকারে আশপাশের লোক এসে উদ্ধার করে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই আমিনুর রহমান জানান, শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূকে আটক করা হয়েছে। মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

মিলন রহমান/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।