সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২২ জুলাই ২০১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহত স্বপ্না বিশ্বাস (৩০) উপজেলার পূর্ব বর্নি ইউনিয়নের এসকেন বিশ্বাসের স্ত্রী। তার স্বামী বর্তমান চেয়ারম্যানের সমর্থক।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত থেমে থেমে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন সমদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমানকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, সকালে সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মন্টুর সমর্থক হোসাইন ও বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার সমর্থক লাসু জমাদ্দারের মধ্যে রাস্তার ইট উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের লোকজন লাঠি-সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও লাঠি চার্জ করে। এ সময় থেকে দুই গ্রুপের ২৭ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি রামদা, সড়কি, চাপাতি ও কুড়াল উদ্ধার করে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেওয়াজ মাহমুদ বলেছেন, হাসপাতালে আনার আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমান ও সাবেক চেয়ারম্যান পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এদের কারণেই এ এলাকায় প্রায়ই ঝামেলার সৃষ্টি হয়। এ কারণে তাদের দুই জনসহ ২৭ জনকে আটক করা হয়েছে।

এস, এম, হুমায়ূন কবীর/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।