সিসিকের ড্রেন থেকে শতাধিক মদের বোতল উদ্ধার


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২২ জুলাই ২০১৫

জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে নগরের ছড়া, খাল, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।

পূর্ব জিন্দাবাজারের সিতারা ম্যানশন ও হক ম্যানশনের সামনের ড্রেন পরিষ্কার করতে গিয়ে চমকে ওঠেন পরিচ্ছন্নতাকর্মীরা। ময়লার পরিবর্তে ড্রেন থেকে উঠে আসতে শুরু করে মদ আর ফেনসিডিলের খালি বোতল। সিতারা ম্যানশন ও হক ম্যানশনের সামনের ড্রেন থেকে বিদেশি মদ ও ফেনসিডিলের বোতল উদ্ধারের দৃশ্য দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ছাত্রদলের দুটি গ্রুপ প্রতিদিন সন্ধ্যার পর ওই এলাকায় আড্ডা দিয়ে তাকে। এদের বেশির ভাগই নেশাগ্রস্ত।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।