চাটমোহরে গার্মেন্টস ব্যবসায়ী খুন


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২২ জুলাই ২০১৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার একটি ব্রিজের কাছ থেকে শফিকুল ইসলাম মিঠু (৩৫) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়।

নিহত ব্যবসায়ী পাবনা সদর উপজেলার চক-ছাতিয়ান গ্রামের আলহাজ্ব মৃত আবুল কাশেমের ছেলে। নিহতের শরীরে ও কপালে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ মরদেহটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

শফিকুল ইসলাম মিঠুর পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠু গার্মেন্টস ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হন। পরে রাত ১০টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাওয়ায়।

রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। বুধবার সকালে চাটমোহর থানা পুলিশ মিঠুর বাড়িতে খবর দিলে থানায় গিয়ে মরদেহটি মিঠুর বলে শনাক্ত করেন তার ছোট ভাই শরিফুল ইসলাম সিরন।

শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রেজাউল করিম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। চাটমোহর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, মিঠুর ভাই শরিফুল ইসলাম সিরন থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

একে জামান/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।