রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২২ জুলাই ২০১৫

সিলেটে শিশু রাজন হত্যার প্রতিবাদের ঝড় বইছে সর্বত্র। সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে চলছে আন্দোলন ও কর্মসূচি। দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কণ্ঠে যেন একই আওয়াজ `ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজন হত্যাকারীদের ফাঁসি চাই` আন্দোলনের ধারাবাহিকতায় হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে শহরতলীর তেমুখী পয়েন্টে বিক্ষোভ মিছিল, জড়িতদের কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্বনাথ পালের চকস্থ প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহত শিশু রাজনের পিতা শেখ আজিজুর রহমান, ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিক আহমদ পিয়ার, আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব আহমদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক ফখরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজন হত্যাকারীদের কোন ধরনের ছাড় দেয়া হবে না। এ সকল কুলাঙ্গার ও নরপশুদের জন্য আজ দেশবাসী লজ্জিত। সিলেটের মাঠিতে এদের কোন স্থান নেই। তাই রাজন হত্যায় জড়িতদের ফাঁসি দিয়ে সিলেটকে কলঙ্ক মুক্ত করতে হবে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।