চট্টগ্রামে ব্যবসায়ীকে কারাদণ্ডসহ ৭৬ কোটি টাকা জরিমানা


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৬ জুলাই ২০১৪

চট্টগ্রামের ব্যবসায়ী কামাল উদ্দিনকে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদালত তাকে ৭৬ কোটি ৮৫ লাখ ২৭ হাজার ৭৫২ টাকা জরিমানা করেছেন। রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.জাকির হোসেন এ রায় দেন।
 
মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নাঈম ভূঁইয়া জানান, পূবালী ব্যাংকের চাক্তাই মডেল শাখার সহকারী মহাব্যবস্থাপক রতন কুমার শীল বাদি হয়ে আদালতে মামলা দু’টি দায়ের করেন। এরমধ্যে ৫৮ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২৫২ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের হয় ২০১৩ সালের ১৪ নভেম্বর এবং ১৮ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের হয় ২০১৩ সালের ২ ডিসেম্বর।
 
দণ্ডিত কামাল উদ্দিন দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের তাবাসসুম এন্টারপ্রাইজের মালিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।