বগুড়ায় ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় পালস জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশনে পুতুলি রানী (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রোববার রাতে অভিযান চালিয়ে হাসপাতালের ব্যবস্থাপক আমিনুর ও কর্মচারী ইউসুফকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত পুতুলি শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর গ্রামের শিবেন চন্দ্রের স্ত্রী।
শেরপুর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় মৃতের স্বামী শিবেন থানায় অভিযোগ দিলে রাত ৯টার দিকে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর থানায় আনে।
তিনি জানান, শনিবার রাত ২টার দিকে প্রসব বেদনার কারণে ওই প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরও কর্তৃপক্ষ প্রথম দিকে গাফিলতি করে শেষ মুহূর্তে ওই প্রসূতিকে ভর্তি করায়।
ভোরে প্রসূতির অস্ত্রপচার করানো হয়। কিন্তু ভুল অস্ত্রপচারের কারণে প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
সেখানে নিয়ে আসার আগেই প্রসূতি মারা যায়। এ ঘটনার পর থেকেই পালস জেনারেল হাসপাতালের মালিক ডা. আখতারুল আলম আজাদসহ সংশ্লিষ্টরা গা ঢাকা দেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
লিমন বাসার/এএম/আরআইপি