চট্টগ্রামের সিটি গেটে আগুনে পুড়লো অর্ধশত দোকান-বাড়িঘর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের পাশে অবস্থিত বেশ কিছু ফার্নিচার শো-রুমসহ অন্তত অর্ধশত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিটি গেটস্থ সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাড়ির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফার্নিচার মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।