কনটেইনারে প্লাস্টিক দানার পরিবর্তে বালি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

কনটেইনারে প্লাস্টিকের দানার বদলে বালিসদৃশ পদার্থ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া চারটি কনটেইনারের পণ্য খালাস করতে গেলে এ জালিয়াতি ধরা পড়ে।

চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, চার কনটেইনারে ৬৮ টন প্লাস্টিক দানা আমদানির ঘোষণা দিয়ে ঢাকার আরএসবি এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকে ঋণপত্র খোলে। রফতানিকারক দেশ চীনে পণ্য আমদানির বিপরীতে পরিশোধ করা হয় ৭০ হাজার ৩৮০ ডলার। সরকারকে রাজস্ব পরিশোধ করা হয়েছে ১৯ লাখ ৫৬ হাজার টাকা।

এছাড়া আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ হিসেবে কাজ করে সিঅ্যান্ডএফ এজেন্ট গ্রিন ইন্টারন্যাশনাল। কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে একে অর্থ পাচার হিসেবেই সন্দেহ করছেন।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার শাকিল খন্দকার বলেন, চারটি কনটেইনারেই এইচডিপির (প্লাস্টিক দানা) পরিবর্তে বালিসদৃশ পদার্থ পাওয়া গেছে। খালাস পর্যায়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।