শেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় মামলা


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

শেরপুর সদর উপজেলা নির্বাচনের পরবরর্তী সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইলিয়াছ উদ্দিনকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার রাতে নিহত ফারুকের ভাই সোহেল মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হয়। পরদিন সকালে চরপক্ষিমারী ইউনিয়নের ভাগলদি গ্রামে প্রতিপক্ষের সঙ্গে ভোট নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে ফারুক মিয়া (২৫) নিহত হন এবং তার ভাই সোহেল মিয়া আহত হন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ফারুককে তার কর্মী বলে দাবি করেন।

ওসি মাজহারুল বলেন, নিহত ফারুকের ভাইয়ের করা হত্যা মামলাটি নেয়ার পর বিষয়টির আরও তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে হত্যা মামলার পর গ্রেপ্তারের ভয়ে শহর ও ভাগলদি গ্রামের জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।