শেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশিত: ০১:৪১ পিএম, ২১ জুলাই ২০১৫

শেরপুরের শ্রীবরদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত মাহমুদুর রহমান ওরফে মাহমুদ উপজেলার শংকর ঘোষ গ্রামের মোহসীন আলীর ছেলে।

শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোন চালিয়ে সোমবার সন্ধ্যায় শ্রীবরদীর কুরুয়া বাজার থেকে মাহমুদকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গত ২১ জুন তিন মাসের সাজার রায় ঘোষণা করে আদালত। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনালের একটি মামলা দায়ের করেন তার স্ত্রী জাহানারা বেগম। ওই মামলায় গত ২১ জুন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিন মাসের সাজা প্রদান করেন। কিন্তু আসামি মাহমুদুর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

হাকিম বাবুল/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।