এমপি নাবিলের বাড়ির পাশে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ জুলাই ২০১৫

যশোর শহরের কাজীপাড়াস্থ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনের পাশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করায় স্থানীয়রা হতাশা হয়েছেন।

সূত্র জানায়, শহরের কাজীপাড়াস্থ সাংসদ কাজী নাবিল আহমেদের বাসভবনের পাশে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সমর্থকরা। বিকেলে দুই ঘন্টার এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু সংসদ সদস্যের বাড়ির পাশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মঞ্চ তৈরি ও অনুষ্ঠান আয়োজন করায় বিকেলে জেলা প্রশাসক এলাকার শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা অবনিতর আশঙ্কায় জেলা প্রশাসক এ সিদ্ধান্ত নিয়েছেন। ১৪৪ ধারা জারি করায় অনুষ্ঠানটি আর হয়নি বলেও জানান তিনি।  

মিলন রহমান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।