কুমিল্লায় স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি বিকেলে লাকসাম পৌর শহরের ভাড়া বাসা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ওই ব্যবসায়ী নিখোঁজ হন বলে তার পরিবার দাবি করেছেন।

নিখোঁজের ঘটনায় রোববার রাতে ওই স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিতাই দেবনাথ জেলার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ণ দেবনাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লাকসাম পৌর শহরের সোহাগ মৎস্য খামারের ভেতরে কাজী আবদুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

স্বর্ণ ব্যবসায়ীর ভাই গৌরাঙ্গ দেবনাথ জানান, প্রতিদিনের মতো গত ৭ ফেব্রুয়ারি বিকেলে লাকসামের বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওয়ানা দেন তার ভাই নিতাই। ওইদিন সন্ধ্যায় ফোন দিয়ে তার ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি ওদিন দোকানে যাননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।

সোমবার রাতে লাকসাম থানা পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম বলেন, থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।