ফেসবুকে কলেজছাত্রীর বিকৃত ছবি : যুবক আটক


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২১ জুলাই ২০১৫

কলেজছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড দিয়ে চাঁদা দাবির অভিযোগে শুভ দাশ (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুভ পাহাড়তলী চক্ষু হাসপাতালের কর্মচারী বলে জানায় নগর গোয়েন্দা পুলিশ।  

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুভকে চক্ষু হাসপাতাল থেকে আটক করে লালদিঘিতে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুভ পাহাড়তলী চক্ষু হাসপাতালের একজন ক্লিনার। নগরীর একটি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করেছে। পরে ছবি সরিয়ে নেয়ার জন্য ছাত্রীর বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগ পেয়ে আমরা তাকে আটক করেছি।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা জানান, শুভ দাশ ও রাজিব আইচ (৩১) ডবলমুরিং থানার পান্নাপাড়া এলাকার বাসিন্দা এবং পরস্পরের বন্ধু। রাজিব কলেজছাত্রীর নিকটাত্মীয়। সেই সুবাদে শুভ ও রাজিবের ওই ছাত্রীর বাসায় যাতায়াত ছিল।

মাসখানেক আগে শুভ ফেসবুকে একটি আইডি খুলে ওই ছাত্রীর কয়েকটি ছবি সেখানে আপলোড করে। এর মধ্যে কয়েকটি বিকৃত ছবিও ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রীর বাবা শুভকে ফোন করে ছবিগুলো সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু রাজিব ও শুভ ছাত্রীর বাবাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকিধামকি দিতে শুরু করে। এক পর্যায়ে তারা ছবি সরিয়ে নেয়ার জন্য পাঁচ লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় ৫ জুলাই পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছাত্রীর বাবা। এরপর ৭ জুলাই তিনি নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার বরাবরে একটি অভিযোগ দেন।

নগর গোয়েন্দা পুলিশ অনুসন্ধান চালিয়ে শুভকে চক্ষু হাসপাতাল থেকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে।  সাংবাদিকদের সামনে শুভ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আমি ভুল করেছি। আমি মেয়ে এবং তার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো।

শুভ’র বিরুদ্ধে পাহাড়তলী থানায় সাইবার আইনে মামলা দায়েরের জন্য এসআই সন্তোষ কুমার চাকমাকে নির্দেশ দিয়েছেন এডিসি-ডিবি এসএম তানভির আরাফাত। একই ঘটনায় পালিয়ে যাওয়া রাজিব আইচকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই সন্তোষ কুমার চাকমা।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।