ফেসবুকে প্রেম, দেখা করতে ডেকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

মোবাইল ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে মাদারীপুরের রাজৈর থানা পুলিশ। রোববার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের চানপট্টি এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ও ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে তরুণ-তরুণীকে ডেকে নিয়ে যায়। পরে তাদের অপহরণ করে মুক্তিপণ চায় চক্রটি।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এক তরুণীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুমাইয়া আক্তার (২৪), বাবুল শেখ (৩৮), সাইদুর রহমান মুন্সি (২৮), ইকবাল মাতুব্বর (২৩) ও রফিক মাতুব্বর (২০)।

তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন ধরে এ ঘটনা ঘটিয়ে আসছে বলে জানায় পুলিশ।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।