বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল মহাসড়কে ডিভাইডার নির্মাণ হবে


প্রকাশিত: ১০:০১ এএম, ২১ জুলাই ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত চারটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আদলে নিউ জারসি ব্যারিয়ার নির্মাণ করা হবে। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কের মুলিবাড়ি রেলক্রসিং এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে ঈদ-উল-আযহার আগেই তা শেষ করা হবে। একই সঙ্গে আগামীতে এই মহাসড়কটি চার লেনে রূপান্তরিত করা হবে। ইতিমধ্যে গাজীপুরের চৌরাস্তা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনের নির্মাণ কাজ শুরু হবে।
 
এ সময় সড়ক ও সেতু বিভাগের চিফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সড়ক বিভাগের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাদল ভৌমিক/এসএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।