কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় মিছিল থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস, জেলা বিএনপির সহ-সভাপতি মো.রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ জেলা বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

bnp

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজের পরে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর যেতেই তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করলে মিছিল পণ্ড হয়ে যায় ।

কিশোরগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সামা জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নূর মোহাম্মদ/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।