ঝালকাঠি সদর থানার ওসি প্রত্যাহার


প্রকাশিত: ০৪:৪১ এএম, ২১ জুলাই ২০১৫

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিদায়ী সভাপতি গ্রুপের হামলায় নতুন কমিটির সভাপতিসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনার পর সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে সদর থানার ওসি (অপারেশন) শিলমনি চাকমাকে ।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার খবরে বিক্ষোভে ফেটে পড়েন নতুন কমিটির পদ বঞ্চিতরা। পদ বঞ্চিত নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিকের কালিবাড়ি সড়কের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা চালান। এ সময় তারা শফিকুল ইসলাম শফিক, ব্যাবসায়ী রিপন বিশ্বাস এবং মিলন সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

আর এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি সাংবাদিক রুহুল আমীন রুবেলকে কুপিয়ে আহত করে তারা। আহত তিনজন রুহুল আমীন রুবেল, রিপন বিশ্বাস ও মিলন সিকদার ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরপর বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সর্ভিস মোড় ও পূর্ব চাঁদকাঠি চৌমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের পদবঞ্চিতরা। বিক্ষোভ চলাকালে জেলা শহরের ওই এলাকার সড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘোষিত কমিটির পক্ষে-বিপক্ষে শহরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিতে দেখা যায়।

এদিকে এ ঘটনার পর রাতেই ঝালকাঠি সদর থানার ওসি শীলমনি চাকমাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। যদিও এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে ।

মো. আতিকুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।